আব্দুল্লাহ্ জামিল

হৃদরোগের চিকিৎসক তিনি। তবে হৃদয় ঘঠিত জটিলতা নিয়ে কবিতা লিখে যান। স্মৃতি, শৈশব, ঝরা পাতা, জ্যোৎস্না, দিঘির জল কতো কি চলে আসে তার অতল মনে। সেই সব অতল মনের খবর উঠে আসে তার কাব্য চয়নে। পেশাগত কারণে একটু অনিয়মিত হলেও কবিতার সাথে তার মিতালি চিরকাল।

মা: মিসেস হাসনা হেনা বেগম
বাবা: মরহুম শামসুদ্দিন আহমেদ
নেশা: কবিতা, গান
পেশা: চিকিৎসক
প্রাতিষ্ঠানিক শিক্ষা: এমবিবিএস, এফসিপিএস, এমডি (কার্ডিওলোজি)
জন্ম: ২৬ জুলাই, ১৯৬১

প্রকাশিত গ্রন্থ: পুনরাবৃত্তি (ই-বই, ২০১২), অরণ্যে যাবো গৌরী (২০১৩), স্বপ্নের ফানুশ পুড়ে (২০১৪), চলো অসম্ভবে যাই (২০১৫), কোলাজ কার্টুন (২০১৫), আড়মোড়া ভাঙে ঘুমন্ত শহর (২০১৬)
আব্দুল্লাহ্ জামিল এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use